Small discussion about  Headless CRM

Small discussion about Headless CRM

Table of contents

No heading

No headings in the article.

আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি তাদের ওয়ার্ডপ্রেস অপরিচিত কোণ কিছু নয় । এক সময় ওয়ার্ডপ্রেসের অনেক ডিমান্ড ছিল । এখনও আছে তবে আগের তুলনায় একটু কম । এঁর পেছনে মূলত দায়ী হাই পারফরমেন্ট ইউ-আই লাইব্রেরি । যেমন react, angular, view etc. হাই পারফরমেন্ট ইউ-আই লাইব্রেরি বলছি কারণ এখানার থিঙ্কিং প্রসেস পুরোটাই ভিন্ন । এখানে এক যায়গায় backend, আর এক যায়গায় front-end থাকে । যেখানে ওয়ার্ডপ্রেসে backend and front-end এক যায়গায় থাকে ।

ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা গভীর আলোচনায় আমরা আপাতত যাচ্ছি না । এখন আমরা বোঝার চেষ্টা করি যে Headless CRM বিষয়টা আসলে কি ? সহজ ভাষায় বলতে গেলে A headless Content Management System যেখানে শুধু backend manage করা হয় ফ্রন্ট-এন্ড না । এতে করে আমরা API সুবিধা পেয়ে থাকি , যাতে করে খুব সহজেই আমরা single page application গুলোতে ডাটা অ্যাক্সেস করতে পারি ।

Traditional Content Management System architecture was once the standard for web development, but as business needs and customer expectations grow more complex, the more common technology used these days is known as Headless CMS, or Headless Content Management System. This page breaks down what Headless CMS is, including why the industry landed on “headless” as the chosen turn of phrase. Read on to find out more!

এরকম একটা প্লাটফর্ম এঁর নাম Sptari . strapi মূলত আমাদের Headless CRM এঁর যাবতীয় সব সার্ভিস প্রোভাইড করে থাকে . Sptari ব্যাবহার করার জন্য আমাদের প্রথমে আমাদের কে লোকাল মেশিনে Sptari সেটআপ করে নিতে হবে । প্রথমবার সার্ভার স্টার্ট করলে একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলবে । Sptari দিয়ে আমরা আমাদের REST API এবং graphql এঁর মত api খুব সহজেই তৈরি করতে পারব খুব সহজেই ।

ওয়ার্ডপ্রেসে যেমন অসংখ্য প্লাগিন আমরা পেয়ে থাকি তার ঠিক একয় প্লাগিন সিস্টেম Sptari তে বাই-ডিফল্ট দিয়ে দেওয়া আছে । একদম মদ্দাকথা আমাদের Headless CRM ব্যাবহারের পেছনে একটাই কারণ খুব অল্প সময়ে আমাদের একটা backend sarvice and database তৈরি করা ।

আরও বিস্তারিত জানতে strapi official website এ ভিসিট করুন

Did you find this article valuable?

Support Rashedul's Article by becoming a sponsor. Any amount is appreciated!